বাসস
  ১৯ আগস্ট ২০২৫, ১৯:৩৯

দেশজুড়ে ভ্রাম্যমাণ অভিযান : ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও হুঁশিয়ারি

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : যশোর ও ঢাকা মহানগরের চকবাজার ও শান্তিনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে তিনটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিবেশ সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে সাতটি মামলার মাধ্যমে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১ হাজার ২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে সতর্কতামূলক বার্তা প্রদান এবং লিফলেট বিতরণ করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে, কক্সবাজার, পঞ্চগড়, রংপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় ছয়টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯টি মামলার মাধ্যমে ২৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩০টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। একই সঙ্গে কয়েকটি যানবাহনের চালককে সতর্ক করা হয়।

ঢাকা মহানগরের খিলক্ষেত এলাকায় যানবাহন কর্তৃক মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় চারটি মামলার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট পরিবহনের চালকদের সতর্ক করা হয়।

এছাড়া, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে পঞ্চগড় ও ঢাকা মহানগরের বনশ্রী ও রামপুরা এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করার দায়ে দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি মামলার মাধ্যমে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।