বাসস
  ১৯ আগস্ট ২০২৫, ১৯:২০

জীবনযাত্রাকে সহজ, দ্রুত ও কার্যকর করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা: ভূমি সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস): ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের জীবনযাত্রাকে সহজ, দ্রুত ও কার্যকর করেছে। আর বর্তমানে এআই আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

আজ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে 'ভূমি সেবায় আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) এর ব্যবহার এবং ব্লক চেইন সম্পর্কে ধারণা প্রদান শীর্ষক 'লার্নিং সেশন' উদ্বোধন অনুষ্ঠানে সিনিয়র সচিব এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমান যুগে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাস্থ্যসেবা, যানবাহন, ব্যবসা, শিক্ষা, বিনোদন, কৃষিসহ  নানা ক্ষেত্রে এআই প্রযুক্তি বিপ্লব ঘটাচ্ছে। এই বিপ্লবে যুক্ত হচ্ছে ভূমিসেবা।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যা মানুষের বুদ্ধিমত্তা এবং চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনুকরণ করার চেষ্টা করে। এটি মানব বুদ্ধিমত্তার মতো কাজ করে। শেখা, যুক্তি করা, সমস্যা সমাধান, উপলব্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা।

ভূমি জ্ঞান সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার সন্নিবেশ করা হলে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় ভূমি আইনসহ যে কোনো সমস্যার সমাধান এই সিস্টেম খুব সহজে বের করে দেবে বলে উল্লেখ করেন সিনিয়র সচিব। তিনি বলেন, ভূমি সম্পর্কিত জ্ঞান এবং সব ধরনের তথ্য সবার হাতের মুঠোয় পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পোর্টালের মাধ্যমে সেবা দিতে কাজ করছে।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নামজারি শুনানির তারিখ সেবাগ্রহীতাকে ফোন করে জানানোর ব্যবস্থা গ্রহণ করে যাবে। নামজারি সম্পন্ন হওয়ার পর সেবা গ্রহণকারী সেবার মানের বিষয়ে মতামতও দিতে পারবেন।

লার্নিং সেশনে আরো উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ এস এম সালাউদ্দিন নাগরী, অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত সচিব (আইন অনুবিভাগ) মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ), মো. এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ মাহফুজুর রহমানসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।