বাসস
  ১৯ আগস্ট ২০২৫, ১৬:৫৮

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: দুলু

ছবি : বাসস

লালমনিরহাট, ১৯ আগস্ট ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল। দলের সংকট-সংগ্রামের দিনগুলোতে সংগঠনটি সাহসিকতার সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে গেছে। আগামী দিনে গণতন্ত্র রক্ষা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা শ্রমিকদল কার্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পরে তার নেতৃত্বে একটি বিশাল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশনমোড় গোলচত্বরে এসে শেষ হয়।

তিনি আরও বলেন, ৪৫ বছরের এই পথচলায় আমরা গর্বিত। আগামীর দিনে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামে স্বেচ্ছাসেবক দল আরও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মাইদুল ইসলামসহ অন্যান্য দলীয় নেতারা।