শিরোনাম
রংপুর, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ এবং রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের (আরএসএসপি) প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলিম উদ্দিনের চতুর্থ মৃত্যুবার্ষিকী সোমবার পালিত হয়েছে।
এ উপলক্ষে রাতে শহরের টাউন হল প্রাঙ্গণে আরএসএসপি কার্যালয়ে “শ্রদ্ধায় স্মরণ” শীর্ষক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএসএসপি’র সভাপতি ড. নাসিমা আক্তার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।
বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহ আলম “মোহাম্মদ আলিম উদ্দিন : আশার পথের পথিক” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. মফিজুল ইসলাম মান্টু, আরএসএসপি’র সাবেক সভাপতি হাসনা হেনা বেগম রোজি ও স্বাত্তিক শাহ আল মারুফ, বাংলা একাডেমির সহকারী পরিচালক আবিদ করিম মুন্না, লেখক জাকির আহমেদ এবং নারী অধিকারকর্মী মঞ্জুশ্রী সাহা অধ্যাপক আলিম উদ্দিনের জীবন, কর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে অনুষ্ঠানে আলোচনা করেন।
এসময় অধ্যাপক আলিম উদ্দিনের স্মৃতিচারণ করেন কবি ও লেখক মাহবুবা আরা বেগম লীনা, শাহানা পারভীন বিথি, নোমান ফেরদৌস, তাপস কুমার রায়, হাসনাইন রাব্বি, নীল রতন সরকার এবং নিশাত নিগার করবী।
আরএসএসপি’র উপদেষ্টা ও লেখক অ্যাডভোকেট মাসুম হাসান, আজীবন সদস্য খন্দকার মাহফুজার রহমান, লুৎফর রহমান সাজু, আতাউল করিম আতুল এবং সরকার বাবলু অধ্যাপক আলিম উদ্দিনকে উৎসর্গ করে স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
অধ্যাপক মোহাম্মদ আলিম উদ্দিনের লেখা কবিতা আবৃত্তি করেন কবি নীরেশ মুখার্জি, মেহেদী মাসুদ, পূর্ণিমা রাজ এবং মেসবাউর রহমান।
শেষে কবি খন্দকার মাহফুজার রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।