শিরোনাম
ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস): আজ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সংগঠনটি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠার পর সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়।
এরপর ১৯৮৫ সালের ১৯ আগস্ট কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে ২৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
বর্তমানে সভাপতি এস এম জিলানী ও রাজিব আহসান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী কর্মসূচি সমূহ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকাল ৭টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে সকাল ১১টায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুস্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও দোয়া অনুষ্ঠান হওয়ার কর্মসূচি।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
আজ দুপুর ৩টায় বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ কর্মসূচির মধ্যে রয়েছে- দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় র্যালী, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলদ-বনজ বৃক্ষরোপণ।
আগামীকাল ২০ আগস্ট বুধবার দেশব্যাপী থানা, উপজেলা ও পৌর শাখায় র্যালী, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষরোপণ।
উল্লেখ্য থানা, উপজেলা ও পৌর শাখায় কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধি উপস্থিত থাকবেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে উল্লিখিত কর্মসূচিসমূহ যথাযথভাবে পালনের জন্য নির্দেশনা প্রদান করেছেন সংগঠনের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।