শিরোনাম
ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
রাজধানীর শাহবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ২৬ মে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যে রওনা হয়। শাহবাগ থানা এলাকার হাইকোর্ট মাজার মসজিদের সামনে পাকা রাস্তার উপর খুন করার লক্ষ্যে হাতে লাঠি-সোটা, দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ছাত্রদলের নেতা কর্মীদের আঘাত করে ছাত্রলীগের নেতা কর্মীরা। এতে আসামিদের আঘাতে অনেকে আহত হন। এ ঘটনায় চলতি বছরের ১৯ মার্চ রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইজাবুল মল্লিক। মামলায় ছাত্র লীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়সহ ৯০ জনকে আসামি করা হয়।