বাসস
  ১৮ আগস্ট ২০২৫, ১৪:৩৮
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৫:২৮

শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি গ্রেফতার

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. হুমায়ুন কবিরকে (৪৮) গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) রোববার দিবাগত রাতে তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।