শিরোনাম
চট্টগ্রাম, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতীক। এদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে বারবার তার জীবন বিপন্নের আশঙ্কা ছিল। কিন্তু তিনি গণতন্ত্র রক্ষায় সব সময় ছিলেন আপোষহীন।
রবিবার (১৭ আগস্ট) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে বিএনপি চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাবেক ছাত্রদল ফোরাম চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা আয়োজিত মিলাদ, দোয়া মাহফিল এবং এতিম ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
১৯৯১ থেকে ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়ার শাসনামল দেশ স্বাধীনের পর সব চেয়ে সফল উল্লেখ করে মেয়র বলেন, ১৯৮৬-৮৮ সালে বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকার কারণে জনগণ বিএনপিকে ১৯৯১ সালে ক্ষমতায় বসিয়েছে। বেগম খালেদা জিয়ার ১৯৯১-৯৬ সালের শাসনামল দেশ স্বাধীনের পর সবচেয়ে সফল শাসনামল ছিল।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে এতিম এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, প্রেসক্লাবের সদস্য সচিব ও সিডিএ এর বোর্ড সদস্য জাহিদুল করিম কচি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এম এ আজিজ।