বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ২১:৪৬

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন

প্রতীকী ছবি

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস): পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৬১৭ জন রয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন আজ এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৬২৯ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় একটি এয়ারগান, তিনটি বিদেশি পিস্তল, ৭টি এলজি, একটি একনলা বন্দুক (দেশীয়), একটি রিভলভার সদৃশ্য গান, একটি রিভলভার সদৃশ্য সিলভার রঙের গান, ২১টি লিড বল কার্তুজ, ১৭ রাউন্ড গুলি, তিনটি কার্তুজ, তিনটি খালি ম্যাগাজিন, ৭টি ৪৪ ক্যালিবারের ফায়ার্ড কার্তুজ সদৃশ, একটি লোহার ছোরা, তিনটি হাসুয়া, তিনটি চাপাতি, ৬টি ড্যাগার, একটি ব্রাশ নাকল, ৯টি নাইট্রোজেন কার্টিজ, ২ বক্স বোমা বানানো যন্ত্রপাতি এবং তিনটি বক্সে ৮১৬টি স্লাগ জব্দ করা হয়েছে।