বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ২০:২২

আরএমপির তিন থানায় নতুন ওসি 

রাজশাহী, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তিন থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদলসহ ৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক আদেশে বদলি ও রদবদল করা হয়। 

রাজশাহী মহানগরের বোয়ালিয়া মডেল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদকে। রাজপাড়া থানায় নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানকে। আর চন্দ্রিমা থানার নতুন ওসি হিসেবে বদলি হয়েছে নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মেহেদী মাসুদকে।

এছাড়া বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদকে আরএমপি সদর দপ্তরে ওআর হেডকোয়ার্টার হিসেবে বদলি করা হয়েছে। বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে বদলি করে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) করা হয়েছে। পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকীকে বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) দায়িত্ব দেওয়া হয়েছে। রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলামকে আরএমপি সদর দপ্তরে ওআর হেডকোয়ার্টার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বাসসকে বলেন, আরএমপির তিন থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। ওই আদেশে ৭ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ বদলি করা হয়েছে বলেও জানান তিনি।