বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ২০:১৩

পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : পরিবেশ অধিদপ্তর একাধিক মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে কালো ধোঁয়া নির্গমন, শব্দদূষণ, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।

বান্দরবান ও ঢাকার চকবাজার ইমামগঞ্জ এলাকায় পলিথিন বিরোধী ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ১টি মামলার মাধ্যমে জরিমানা আদায় ও ২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

একই সঙ্গে কয়েকটি সুপারশপ ও দোকান মালিককে সতর্ক করা হয় এবং সাধারণ জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।

মানিক মিয়া এভিনিউ এলাকায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমন রোধে পরিচালিত অভিযানে ৫টি মামলার মাধ্যমে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

একই এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে পরিচালিত আরেক অভিযানে ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং একাধিক চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে ঢাকার আদাবর এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১টি মামলার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং অবিলম্বে নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।