বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ২০:১৬

লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন

ছবি : জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ফেসবুক পেইজ

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস): জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর আয়োজনে রাজধানীতে লজিস্টিকস সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে ‘দক্ষতা উন্নয়ন, শিল্প সংযুক্তি ও কর্মসংস্থানে শিল্প দক্ষতা পরিষদ (আইএসসি)’ শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে।

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে এনএসডিএ কর্তৃক ১৬টি শিল্প দক্ষতা পরিষদের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবেই এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এনএসডিএ’র সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) ও যুগ্মসচিব মিনা মাসুদ উজ জামান-এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লজিস্টিকস সেক্টর আইএসসি’র চেয়ারম্যান ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ এবং আইএসসি’র সেক্রেটারি জেনারেল ও এ এইচ এস ভেঞ্চার লিমিটেডের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. আবুল হোসাইন।

আলোচনায় বক্তারা বলেন, দেশের লজিস্টিকস খাতের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন, পাঠ্যক্রম ও শিক্ষানবিশ কর্মসূচি প্রণয়ন জরুরি। খাতভিত্তিক দক্ষ জনবল গড়ে তুলতে পারলে কেবল শিল্পখাত নয়, সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে।

বক্তারা আরও বলেন, বর্তমানে এ খাতে ৭০ থেকে ৮০ শতাংশ অদক্ষ কর্মশক্তি বিদ্যমান। এদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে বৈদেশিক বাণিজ্যে অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি অর্জন সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে রেহানা পারভীন বলেন, দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণ ও সনদায়নের মাধ্যমে লজিস্টিকস সেক্টরের কর্মীদের মর্যাদাসম্পন্ন ও শোভন কর্মসংস্থানে অন্তর্ভুক্ত করা হবে। শিল্প দক্ষতা পরিষদকে শক্তিশালী করে টেকসই করা এবং সিএসআর ফান্ড থেকে সহযোগিতা নিয়ে আইএসসি’র কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

আবদুল মাতলুব আহমাদ বলেন, এনএসডিএ’র সার্টিফিকেটধারীদের ইন্টার্নশিপের সুযোগ প্রতিষ্ঠানগুলোতে তৈরি করা হবে। লজিস্টিকস খাতে দক্ষ জনবল তৈরি করতে এনএসডিএ’র সঙ্গে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

শিল্প প্রতিনিধিরা উল্লেখ করেন, সাপ্লাই চেইনে বহু উপ-দক্ষতার সুযোগ রয়েছে এবং চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিকে বিবেচনায় রেখে প্রশিক্ষণ কর্মসূচি সাজাতে হবে। প্রশিক্ষণের মানোন্নয়নে শিল্পপ্রতিষ্ঠান থেকে নিয়মিত ফিডব্যাক নেওয়ারও সুপারিশ করা হয়।

অনুষ্ঠানে এনএসডিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং লজিস্টিকস সেক্টর আইএসসি’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।