শিরোনাম
ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খানের স্ত্রী আফরোজা সুলতানার নরসিংদীতে ১৮৫ শতক জমি ও একটি দোকান ক্রোকের আদেশ দিয়েছে আদালত।
এ সব সম্পদের বাজার মূল্য ২ কোটি ২৮ লাখ টাকা বলে আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন।
দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।