বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ১৯:০৫

স্ত্রীসহ সাবেক হুইপ মাহমুদের দেশত্যাগের নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) :  জাতীয় সংসদের সাবেক হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রী মেহবুবা আলমের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।

দুদকের  আবেদনের প্রেক্ষিতে আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ  তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে,  আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রীর  বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৮৫০ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখা ও তাদের প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ২৮টি হিসাব থেকে টাকা জামা ও উত্তোলন করায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলার তদন্তকার্য শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা জরুরি।