শিরোনাম
ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার স্ত্রী আফরোজা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ দুদকের প্রধান কার্যালয়ে করা এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।
অভিযোগে বলা হয়েছে, আহমেদ আকবর সোবহান ২৫২ কোটি টাকার বেশি এবং আফরোজা বেগম ৪৫৩ কোটি টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। তারা যৌথভাবে সেন্ট কিটস এন্ড নেভিসে নাগরিকত্বের জন্য অর্থ পাচার করেছেন এবং সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে অবৈধ অর্থ পাচার করেছেন।
এ বিষয়ে তদন্তে কাজ করছে যৌথ টিম। টিমের নেতৃত্বে রয়েছেন দুদকের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা। অন্যান্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক মো. সাজিদ উর রোমান ও মো. মাহমুদুল হাসান ভূঁইয়া, সিআইডির পরিদর্শক মো. মেহেদী মাকসুদ ও মো. আনছার উজ্জামান, কাস্টমস কর্মকর্তা মেহেদী হাসান বিন আজাদ এবং কর পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন। তদারক করছেন দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম।