বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ১৩:১৭

র‌্যাবের অভিযানে ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

রাজশাহী, ১৭ আগস্ট ২০২৫ (বাসস) : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার হয়েছেন।

শনিবার মধ্যরাতে ফরিদপুরের বোয়ালমারী থানাধীন বাস টার্মিনালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ও র‌্যাব-৫, রাজশাহী যৌথ এ অভিযান চালায়। 

আজ রোববার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খান্দারপাড়া গ্রামের ওলি মোল্লার ছেলে সুমন মোল্লা (২৭) ও গোপ্তেরগাথি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ইমারত হোসেন (৪৮)। 

র‌্যাব জানায়, গত ২৫মে ভোর সোয়া ৩টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কে গোপালগঞ্জের মুকসুদপুর থানাধীন কেন্দুয়া মোড় এলাকায় দনু মোল্লা ও দিনু মোল্লার পিকআপ ভ্যানের সামনে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মুকসুদপুর থানায় একটি ডাকাতি মামলা হয়। ঘটনার পর আন্ত:জেলার ডাকাত দলের সদস্যরা নাটোর জেলার সদর থানা এলাকায় অবস্থান করে। 

র‌্যাব-৫, রাজশাহী এর একটি আভিযানিক দল নাটোর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে জানা যায়, ডাকাত দলের সদস্যরা ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অবস্থান করছে। 

এরপর র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ও র‌্যাব-৫, রাজশাহী যৌথ অভিযান পরিচালনা করে সুমন মোল্লা ও ইমারত হোসেনকে গ্রেপ্তার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। আসামিদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।