বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ১১:১১

কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন । ছবি:বাসস

কিশোরগঞ্জ, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলিপের সভাপতিত্বে গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির  সহ-সভাপতি মো. রুহুল আমিন আকিল বক্তব্য দেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দ, কটিয়াদী উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রতিটি ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতারা এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।