বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ১০:৪৪

গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত । ছবি:বাসস

গোপালগঞ্জ, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম।

সভাপতি হিসেবে ছিলেন মহেশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন চৌধুরী। সভায় আরো উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, কাশিয়ানী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক নান্নু মুন্সী, সহ-সভাপতি শফিকুল ইসলাম, হাসানুজ্জামান মিল্টন, রাহেলা বেগম, আনিসুর রহমান, হিরো মৃধা, এনামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জায়েদার মুন্সী, ইয়াকুব হোসেন, দপ্তর সম্পাদক নুর এ বোরহান লিটন, তথ্য সম্পাদক শহিদুল আলম মুন্না, শ্রম সম্পাদক লালচান ফকির, যুব সম্পাদক মুরাদ মৃধা, ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল খানসহ আরো অনেকে।

সভায় সঞ্চালনা করেন মহেশপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল।

সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, যুগ্ম আহ্বায়ক শাহিন মুন্সী, তারিকুল ইসলাম সোহেল, হায়দার হোসেন, রুবেল হোসেন

উপজেলা মহিলাদল নেত্রী শিলা বেগম, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সিকদার অপু, সিনিয়র সহ-সভাপতি চয়ন মন্ডল, যুগ্ম সম্পাদক জুয়েল রানা, জয়নগর কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন। এছাড়াও মহেশপুর ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।