শিরোনাম
ঢাকা, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ অভিযোগ করেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে।
তিনি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের জনগণ রাজনীতির জন্য কিভাবে জীবন উৎসর্গ করতে পারে তার হলো অনন্য দৃষ্টান্ত। কিন্তু সেই অভ্যুত্থানের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।’
রিজভী আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ পর্যবেক্ষণ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের সময় ঝাঁকে ঝাঁকে শিশুরা ও কিশোররা রাস্তার নেমেছিল, আর এর মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, গণতন্ত্রও পেয়েছিলাম। তাহলে যাঁরা আন্দোলন নেতৃত্ব দিয়েছেন তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কেন? এটি কি শেখ হাসিনার শাসনের নতুন পুনরাবৃত্তি?’
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মনে হচ্ছে শেখ হাসিনার প্রভাব আবারও দেশকে গ্রাস করেছে।’
বিএনপির এই প্রবীণ নেতা চলমান রাজনৈতিক সঙ্কট, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশে বিচারহীনতার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, ‘দেশের অসহায় জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে, আর রাস্তায় প্রতিদিন ডাকাতি ও সন্ত্রাস নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।’