শিরোনাম
ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ঘুষের বিনিময়ে বয়লারের নিবন্ধন প্রদান, বয়লার নির্মাণে অনিয়ম, নিয়োগে অনিয়ম ও দুর্নীতিসহ নানা অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর মিরপুরে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে আজ এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে দুদক টিম প্রথমে শিল্প মন্ত্রণালয়ে সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করে। পরবর্তীতে মিরপুরে অবস্থিত প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে গিয়ে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য গ্রহণ করা হয়। একই সঙ্গে ওই কার্যালয়ের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্যও নেওয়া হয়। প্রাথমিক পর্যালোচনায় উত্থাপিত অভিযোগের সত্যতা রয়েছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়েছে।
অন্যদিকে, দিনাজপুর জেলা পরিষদের প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কাজ শেষ না করেই ঠিকাদারকে বিল প্রদানসহ অন্যান্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুদকের দিনাজপুর জেলা কার্যালয় থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। টিম ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের মধ্যে কয়েকটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে। এ সময় ২ কোটি ৫০ লাখ টাকার বরাদ্দপ্রাপ্ত দিনাজপুর শিশু পার্কের কার্যক্রম সংশ্লিষ্ট ঠিকাদার নিয়োগ ও বিল প্রদানের রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়।
এ ছাড়া, চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জামালপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। টিম প্রথমে ছদ্মবেশে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান ও খাবারের মান সম্পর্কে ধারণা নেয়। পরবর্তীতে ইসিজি ও এক্সরে সংশ্লিষ্ট সেবা পর্যবেক্ষণ করা হয় এবং স্বাস্থ্য কমপ্লেক্সের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও সার্বিক পরিচ্ছন্নতার অবস্থা সরেজমিন যাচাই করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। রোগীদের জন্য ডায়েট স্কেল অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা হয়।