বাসস
  ১৪ আগস্ট ২০২৫, ১৮:০২

মেহেরপুর সীমান্তে ৯ জনকে হস্তান্তর করল বিএসএফ

আজ মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৯ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ছবি: বাসস

মেহেরপুর, ১৪ আগস্ট ২০২৫ (বাসস): মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৯ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর স্বাধীনতা সড়কে কোম্পানি কমান্ডার পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর মুজিবনগর কোম্পানি কমান্ডার আবুল বাশার জানান, তার এবং ভারতের হৃদয়পুর ১৬১ বিএসএফ কোম্পানি কমান্ডার সজল কুমার গাঙ্গুয়ার উপস্থিতিতে পতাকা বৈঠকটি হয়। আলোচনার এক পর্যায়ে ৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ। ফেরত আসা সবাইকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।