বাসস
  ১৪ আগস্ট ২০২৫, ১৭:২৭

হত্যা চেষ্টা মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আতাউর জামান গ্রেফতার

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আতাউর জামান । ছবি : বাসস

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার দুই মামলায় রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও  রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আতাউর জামান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ (বৃহস্পতিবার) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে  রংপুর মেট্রোপলিটন পুলিশের(আরপিএমপি) কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাসসকে জানান, এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর ইঞ্জিনিয়ার পাড়ায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর কোতোয়ালি থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে চলে যান স্বেচ্ছাসেবক লীগের নেতা আতাউর জামান বাবু। এরপর  গোপন স্থানে থেকে  সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন তিনি।

তার বিরুদ্ধে রংপুর মহানগরীতে স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার অভিযোগ রয়েছে।

কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান আরও জানান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত জয়নাল আবেদীন হত্যা চেষ্টা মামলার ১ নম্বর এবং শহিদুল ইসলাম সাগর হত্যা চেষ্টা মামলার ৫ নম্বর আসামি। গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার পর গ্রেফতার করা হয়।