বাসস
  ১৪ আগস্ট ২০২৫, ১৭:০৭

লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে জায়গামতো রাখতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পর্যটন স্পট থেকে লুট হওয়া সাদা পাথর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় উদ্ধার করে ৭ দিনের মধ্যে একই স্থানে এনে রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে করা এ সংক্রান্ত এক  রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।

এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আগামী বৃহস্পতিবার আদালতে দাখিল করতে বলা হয়েছে। সেই সাথে বুয়েটের একজন অধ্যাপককে নিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি করতে নির্দেশ দিয়েছেন আদালত এবং ওই কমিটিকে ভোলাগঞ্জ পর্যটন স্পটের পরিবেশগত কি ক্ষতি হয়েছে তা নিরূপণ করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 
একই সাথে পাথর লুটের ঘটনার সাথে জড়িতদের নাম-ঠিকানা প্রতিবেদন আকারে দাখিল করতে স্থানীয় প্রশাসনের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া দিন ও রাতে যাতে কেউ পাথর অপসারণ করতে না পারে সে জন্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্থানীয় প্রশাসনকে একটি মনিটরিং টিম গঠন করতে বলা হয়েছে।

এদিকে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পর্যটন স্পষ্ট থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল করা আর একটি রিট শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবীর করা রিটটি শুনানির জন্য আজ উপস্থাপন করা হলে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রোববার শুনানির দিন ধার্য করেন।