শিরোনাম
ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : দেশে বিকল্প রাজনীতির বার্তা নিয়ে যাত্রা শুরু করা ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবার দেশের সীমানা পেরিয়ে সংগঠন বিস্তারের উদ্যোগ নিয়েছে। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে দলটি মধ্যপ্রাচ্যে ৩৮ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে।
সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বিশিষ্ট সংগঠক কামাল হোসাইন এবং সদস্য সচিব হয়েছেন কাতার প্রবাসী হাসান মাহমুদ।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মুহাম্মদ হাসান (সৌদি আরব), মাহফুজ বিল্লাহ (সংযুক্ত আরব আমিরাত), আলী হোসেন (সংযুক্ত আরব আমিরাত) এবং মোহাম্মদ আল মাহাদী (মিশর)। যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোহাম্মদ মেহরান তাহমিদ খান, আইয়ুব হোসাইন, মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া, রাফিন আরাফাত এবং এনামুল হক এনাম—যারা সবাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছেন।