শিরোনাম
ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও বাম আন্দোলনের পুরাধা ব্যক্তিত্ব অধ্যাপক যতীন সরকার (৮৯) আর নেই।
তিনি আজ বুধবার, বিকেল পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যতীন সরকার বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
তার মরদেহ ময়মনসিংহের উদীচী কার্যালয়ে বিকেল চারটায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে নিজ জেলা নেত্রকোনায় যতীন সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া হবে।
উল্লেখ্য, গত ৮ আগস্ট অসুস্থ হয়ে পড়লে একই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে ভর্তি করা হয়।
নেত্রকোনার কেন্দুয়ার চন্দ্রপাড়া গ্রামে ১৯৩৬ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন সাহিত্য চর্চা, বাম ঘরানার রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।