বাসস
  ১২ আগস্ট ২০২৫, ২৩:১২
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৫:০৬

ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম আর নেই

ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম। ছবি; সংগৃহীত

মানিকগঞ্জ, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম আজ ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

ডাকসুতে ১৯৬৬-৬৭ সালে প্রথম এবং একমাত্র মহিলা ভিপি হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত।

অধ্যাপক মাহফুজা খানম স্বামী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

১৯৪৬ সালের ১৪ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করা মাহফুজা খানম জীবনভর শিক্ষকতা ও সমাজসেবায় নিয়োজিত ছিলেন।