শিরোনাম
ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : সফল বাইপাস সার্জারির ১০ দিন পর নিজ বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তিনি ছাড়পত্র পান।
জামায়াত আমির বাসায় ফেরার সময় উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান, ডা. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ ও উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম।
নেতৃবৃন্দ সার্জারি ও পরবর্তী চিকিৎসায় অবদান রাখায় সার্জন প্রফেসর ডা. জাহাঙ্গীর কবির ও তার টিম, ইউনাইটেড হাসপাতালের মালিক এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রেস ব্রিফিংয়ে নেতারা বলেন, ‘ জামায়াত আমির এখন কেবল একটি দলের নেতা নন; পুরো জাতি তাকে সম্মান করে, তার ওপর আস্থা রাখে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তাকে অপরিহার্য মনে করে। আমরা আশা করছি, আগামী তিন সপ্তাহের মধ্যে তিনি জনসম্মুখে এসে দেশ ও জাতির খিদমত করতে পারবেন।’
দেশবাসীর উদ্দেশে জামায়াত আমির সালাম ও কৃতজ্ঞতা জানিয়ে তার সুস্থতার জন্য দোয়া করায় ধন্যবাদ জানান এবং সবার কাছে দোয়া চান।