বাসস
  ১৮ জুলাই ২০২৫, ১৪:২৭

পুরোনো ভিডিও ব্যবহার করে গোপালগঞ্জ নিয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : পুরোনো ভিডিও ব্যবহার করে গোপালগঞ্জ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, গোপালগঞ্জে সেনাবাহিনীর অভিযানের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো। ‘২৫শে মার্চের সেই কালো রাত নেমে এসেছে গোপালগঞ্জে’ বা ‘পাকিস্তানি হানাদার বাহিনী অভিযান চালাচ্ছে’ এমন শিরোনামে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি গত ১৬ জুলাইয়ের নয়। ২০২৪ সালের আগস্ট থেকে ভিডিওটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। প্রকৃতপক্ষে, সেনাবাহিনীর অভিযানের পুরোনো ভিডিও এটি। ২০২৪ সালের পুরোনো ভিডিওকে নতুন করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।