শিরোনাম
রংপুর, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’র উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী বলেছেন, শহীদ আবু সাঈদ আজীবন সত্য ও ন্যায়ের পথে নিবেদিত ছিলেন।
তিনি বলেন, ‘শহীদ আবু সায়েদের আদর্শ নতুন প্রজন্মকে ন্যায়ের, যুক্তির ও মানবিকতার পথে এগিয়ে যেতে প্রেরণা জোগাবে।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের যৌথ আয়োজনে শহীদ আবু সায়েদের স্মরণে আয়োজিত ‘আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল- ‘অন্যায়ের বিরুদ্ধে, যুক্তির নিঃশঙ্ক বিস্ফোরণ’।
বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ২২টি বিভাগের শিক্ষার্থীরা দুদিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘স্বাধীনতা স্মারক চত্বরে’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় সমাজবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন এবং পরিসংখ্যান বিভাগ রানারআপ হয়।
শহীদ আবু সাঈদের স্মরণে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামাণিক সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উপাচার্য বলেন, ‘এই বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অংশীজনদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে একটি ইতিবাচক উদ্যোগ। বিতর্ক একটি শিল্প, যার মাধ্যমে একজন ব্যক্তি নিজের মতামত ও যুক্তি অন্যের সামনে তুলে ধরতে পারে।’
তিনি আরও বলেন, ‘প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পর আমি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমভিত্তিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকেও গুরুত্ব দিয়েছি।’
ড. শওকত আলী বলেন, ‘আমরা আজ শহীদ আবু সাঈদ স্মরণে এই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সূচনা করেছি, যা যুক্তিভিত্তিক চিন্তার এক অনন্য অনুশীলন।’
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর-এর অতিরিক্ত পরিচালক মো. মাসুদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।