বাসস
  ১৪ জুলাই ২০২৫, ১৭:২৫
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৭:২৯

ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার

সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ছবি: ডিএমপি

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস):  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার স্কুলটির নির্মাণ কাজে টেকসই ও মানসম্মত স্থাপনার ওপর গুরুত্বারোপ করে দিক নির্দেশনা দেন। 

ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহমেদ, যুগ্ম পুলিশ কমিশনার খন্দকার ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।