শিরোনাম
ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের সময় এখন। প্রতিবাদ না করলে ষড়যন্ত্র চলতেই থাকবে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ সব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা- অসত্য কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনের ভাইস চেয়ারম্যান এম জহির আলী এতে সভাপতিত্ব করেন।
বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের এখন সময় প্রতিবাদ করার। আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে ষড়যন্ত্র চলতে থাকবে।’
আলাল বলেন, ৫ আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে একজনকে হত্যা করা হলো। তখন কিন্তু এত আলোচনা ও প্রতিবাদ করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সাম্যকে হত্যা করা হলো, তখন কিন্তু একটি মহলও আন্দোলন করেনি। এখন ষড়যন্ত্রের আন্দোলন শ্লোগান দেখতে পাচ্ছি।
তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, সব সময় ষড়যন্ত্র, এরশাদ ষড়যন্ত্র করেছে, আওয়ামী লীগ করেছে। কিন্তু তারা কিছু করতে পারেনি। ১৬টি বছর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিএনপি গণমানুষের দল হয়েছে। যারা এখন ষড়যন্ত্র করছে, তারাও ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না। কারণ এ দেশের জনগণ বিএনপির সঙ্গে আছেন।
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদেরকে মনে রাখতে হবে, তারেক রহমান তো দেশ চালান না, তিনি তো এখন দেশের প্রধানমন্ত্রী না। তাহলে কেন তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে? এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।