শিরোনাম
ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস): এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আজ ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন।
মঞ্জু বলেন, ফুলগাজী-পরশুরাম এলাকায় প্রায় ৩১-৪০ জায়গায় বেড়িবাঁধ ভেঙে যায়। গত বছর আগস্ট মাসে বন্যা হয়েছে। সেই হিসেবে এবারও আগস্ট মাসে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। তাই দেরি না করে সরকারকে এখনই টেকসই বাঁধ নির্মাণের আহ্বান জানান তিনি।
ফেনীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ঢাকা থেকে যখন আসছিলাম,তখন ভাবছি ফেনীতে হয়ত বন্যার উন্নতি হয়েছে। কিন্তু এসে যা দেখলাম তা আসলে ভিন্ন। ভাঙনের যে দৃশ্যটা দেখলাম, আজকে এখানে ফুলগাজীতে বন্যায় রাস্তা ভেঙে এই অঞ্চলের মানুষের যে অবর্ণনীয় কষ্ট, তা অকল্পনীয়। শ্রীপুর এলাকার লোকজনের সঙ্গে কথা জানলাম, গতবারও এ জায়গাটা ভেঙে গিয়েছিল এবং এটা সংস্কার করা হয়েছে। যারা এটা সংস্কার করেছে তাদের কাজের মধ্যে ফাঁকি দেওয়া হয়েছে, দুর্নীতি হয়েছে।
মঞ্জু বলেন, এভাবে মুহুরী-কহুয়া-সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অসংখ্য স্থানে ভেঙে গেছে। এখন যে স্রোত আছে, বাঁধ আবার দেওয়া সম্ভব। কিন্তু এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি বলেন, পনি উন্নয়ন বোর্ডের নিম্নমানের কাজ আমাদের জন্য খুবই বেদনাদায়ক। আমি সরকারকে অনুরোধ করবো, এখন পানির স্রোত কম, এখন তড়িৎ একটা ব্যবস্থা নিয়ে সেনাবাহিনী হোক, উন্নত প্রযুক্তির সহযোগিতায় হোক, এ বাঁধগুলো তৈরি করা দরকার।
পরশুরামের বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু চিথলিয়া ইউনিয়নের ধনিকুণ্ডা গ্রামে হিন্দু সম্প্রদায়ের ছয়টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা যুগ্ম-আহ্বায়ক আফলাতুন বাকি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ম-সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সাজু, ফেনী পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদর উপজেলার যুগ্ম-সদস্য সচিব রোটা. নজরুল ইসলাম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।