বাসস
  ১৪ জুলাই ২০২৫, ১৬:৪০

অর্থ পাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান গ্রেফতার

এমকে খায়রুল বাশার । ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : বিদেশে অর্থ পাচারের মামলায় শিক্ষার্থী পরামর্শক প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এমকে খায়রুল বাশারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

আজ এক সংক্ষিপ্ত বিবৃতিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে সিআইডি।

এ মামলায় বাশারের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠানোর নামে ২০০ বিলিয়ন টাকা পাচারের অভিযোগ রয়েছে।