বাসস
  ১৪ জুলাই ২০২৫, ১৪:২৭
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৪:৩৭

শিক্ষার্থী রাকিব হাসান হত্যা: কামরুল ইসলাম ও মানিক গ্রেফতার

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক । ছবি : কোলাজ

ঢাকা,  ১৪ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তদন্ত কর্মকর্তারা এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মিজান বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছর ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করা হয়। দু’জনকেই একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয় এবং একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাকিব হাসান মোহাম্মদপুরের সেন্ট জোসেফ স্কুলের সামনে গুলিবিদ্ধ হন। পরে শেরে বাংলা নগর নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাকিবের চাচা মো. নুরুল আমিন ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনকে আসামি করে মামলা করেন। কামরুল ইসলাম ও শামসুদ্দিন চৌধুরী মানিক এই মামলার এজাহারভুক্ত আসামি।