বাসস
  ০৯ জুলাই ২০২৫, ১৮:৫৮

নির্বাচন বিলম্বিত হলে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির আশঙ্কা রয়েছে: সাইফুল হক

ছবি: বাসস

ঢাকা, ৯ জুন, ২০২৫ (বাসস): বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।  

আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বোঝাপড়ার সংবাদে রাজনৈতিক দলসহ জনগণের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা গেছে। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক দূরত্বও খানিকটা কমেছে বলে ধারণা করা যায়। আশা করি নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে আশ্বস্ত করবেন।’ 

তিনি বলেন, গত একমাসে জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে আবার উদ্বেগ তৈরি  হয়েছে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের দাবিটাই অবান্তর।  এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্বও নয়। গত ষোল বছর দেশের মানুষ নিশ্চয় স্থানীয় সরকারের নির্বাচনের দাবিতে আন্দোলন করেনি। 

সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী ও  জামিরুল রহমান ডালিম।

সাইফুল হক বলেন, ফ্যাসিবাদী আমলে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও সংস্কারের প্রক্রিয়া জোরদার করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে। নির্বাচনের আগে বিচারের উদ্যোগকে দেশবাসী দৃশ্যমান দেখতে চায়। 

তিনি এই পরিস্থিতি উত্তরণে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবাইকে আস্থায় নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি জুলাই-আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি নিম্নরূপ- ১৬ জুলাই শহীদ আবু সাঈদ,  পার্টির দুই শহীদ বদিউজ্জামাল  ও আবদুল লতিফসহ গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রংপুরে তিন শহীদের কবরে শ্রদ্ধা জ্ঞাপনসহ সারাদেশে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও সমাবেশ। 

১৮ জুলাই ছাত্র শ্রমিক জনতার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে শহীদ পরিবারসমূহ ও আহতদের নিয়ে ঢাকার আশুলিয়ায় শ্রমিক গণসমাবেশ।

২৫ জুলাই নারায়নগঞ্জে গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারসহ গণসমাবেশ। ২ আগস্ট সকাল ১০টায় সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি - গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ’ শীর্ষক আলোচনা সভা। 

৫ আগস্ট গণ-অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনীসহ অন্যান্য কর্মসূচি। এছাড়া গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পার্টির পোস্টার ও ‘ডাক দিয়ে যাই’ শীর্ষক স্মরণিকা প্রকাশিত হবে।

তিনি গণঅভ্যুত্থানের শহীদ পরিবারসমূহের পুনর্বাসন, আহতদের উপযুক্ত চিকিৎসা এবং তাদের পরিবারসমূহকে প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সহযোগিতা প্রদানেরও দাবি জানান।