বাসস
  ২৭ জুন ২০২৫, ১৮:০০

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি জাবেদ ও সাধারণ সম্পাদক মিশন

ছবি : বাসস

ঢাকা, ২৭ জুন, ২০২৫ (বাসস): আইন, বিচার, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) এর ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক পদে নিউএজের সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন।

আজ শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে বার্ষিক সাধারণ সভা শেষে ফোরামের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক স্বপন দাশ গুপ্ত এই ফলাফল ঘোষণা করেন। নতুন কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না, অর্থ সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আজকের পত্রিকার এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এটিএন নিউজের জাবেদ আখতার এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিবিসি বাংলার জান্নাতুল ফেরদাউস তানভী। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সমকালের ওয়াকিল আহমেদ হিরন, জনকণ্ঠের বিকাশ নারায়ণ দত্ত, বাসস এর হাবিবুর রহমান, এবং জাগো নিউজের ফজলুল হক মৃধা নির্বাচিত হয়েছেন।

ঐতিহ্যবাহী এ সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাধারণ সভা আজ অনুষ্ঠিত হলো।

অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সাংবাদিক শহীদুজ্জামান, সাবেক সভাপতি সালেহ উদ্দিন, আশুতোষ সরকার, ওয়াকিল আহমেদ হিরন, শামিমা আক্তার, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান, দিদারুল আলম দিদার, আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, মুহাম্মদ ইয়াছিন, হাবিবুর রহমান।

উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সদস্য তোফায়েল হোসেন, খোকন বড়ুয়া, মাহমুদুর রহমান খোকন, আবুল কাশেম, সাজেদুল হক, মিল্টন আনোয়ার, মহিউদ্দিন ফারুক, হিরা তালুকদার, শেখ মুহাম্মদ জামাল হোসেন, সেলিম বাসার, মো.সাইদুল ইসলাম, মতলু মল্লিক, রফিক উজ্জামান, আয়াতুল্লাহ আকতার।