বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:২২

বিএমইউ’র উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রোববার সকালে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলরসহ অনান্যরা মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ছবি : বাসস

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)- এর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০২৫ পালন করা হয়েছে।

আজ রোববার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, ডিন, শিক্ষকসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, অফিস প্রধান, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। 

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামানায় সেখানে দোয়া মোনাজাত করা হয়। জাতীয় এই গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে বিএমইউর কেন্দ্রীয় জামে মসজিদেও বাদ জোহর শহীদদের আত্মার মাগফেরাত কামানায় দোয়া মোনাজাত করা হয়। 

জাতীয় এই কর্মসূচিতে বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. ইরতেকা রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ) মো. মাসুদ রানা, নিউরোসার্জন বিশেষজ্ঞ ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. শাহিদুল হাসান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. বদরুল হুদা, ডা. সায়েম মনোয়ার, ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।