বাসস
  ২১ জুন ২০২৫, ১৮:১৫

নীলফামারীতে ‘শহীদ জিয়া-বেগম খালেদা জিয়া-তারেক জিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি: বাসস

নীলফামারী, ২১ জুন, ২০২৫ (বাসস): জেলায় ‘শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল থেকে জেলা পরিষদ মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক, মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান, সহ দপ্তর সম্পাদক আব্দুর রহিম, সদস্য আহম্মেদ আলী এবং সিরাজগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান। 

সেমিনারটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিম হোসেন।

কাজী আখতারুজ্জামান জুয়েল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দেশ গড়ার রাজনীতি করেন। তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের তা অনুসরণ করা উচিত।

তিনি আরও বলেন, তৃণমূলে তারেক জিয়ার ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ছড়িয়ে দেয়ার জন্য ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে। সেমিনারে জেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।