বাসস
  ৩১ মে ২০২৫, ১৮:৩৫

জিয়াউর রহমানের মাজারে জেডআরএফের শ্রদ্ধাঞ্জলি

শহীদ জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকীতে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জেডআরএফ এর কর্মকর্তা ও সদস্যরা। ছবি: বাসস

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস) : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদত বার্ষিকীতে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) কর্মকর্তা ও সদস্যরা।

রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা কর্মকর্তা ও সদস্যরা। পরে জিয়াউর রহমান ও দেশবাসীর জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক ড. ছবিরুল ইসলাম হাওলাদার। গতকাল ৩০ মে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদতবার্ষিকী পালিত হয়।

বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেডআরএফ গঠিত জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান, সদস্য সচিব প্রকৌশলী মাহবুব আলম ডা. এ এস হায়দার পারভেজ, অধ্যাপক ড. আব্দুল করিম, প্রকৌশলী জহিরুল ইসলাম, অধ্যাপক আতাউর রহমান, অধ্যাপক আনিছুর রহমান, অধ্যাপক গোলাম রাব্বানী, সাঈদ খান, ডা. তানজিম রুবাইয়্যাত আফিফ, ড. আনারুল প্রমুখ।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, বাংলাদেশের স্বাধীনতাক মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আমাদের অনুপ্রেরণা। আজকে তার ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আমরা তার মাজারে শ্রদ্ধা নিবেদন করে বিশেষ মুনাজাত করেছি। আজকের দিনে আমাদের অঙ্গীকার আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার হবে।