শিরোনাম
ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে (২৫) হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতাররা হলো, মো. তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও মো. পলাশ সরদার (৩০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এসব তথ্য জানানো হয়।
শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
সূত্র আরো জানায়, মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের বন্ধু আশরাফুল আলম রাফি (২৫) ও মো. আব্দুল্লাহ আল বায়েজিদকে (২৫) নিয়ে মোটরসাইকেলযোগে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ক্যাম্পাসে ফিরছিলেন এস এম শাহরিয়ার আলম সাম্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
রমনা কালিমন্দিরের উত্তর পাশে পুরাতন ফোয়ারার কাছে পৌঁছালে অজ্ঞাতনামা ১০/১২ জন তাদের মোটরসাইকেল দিয়ে সাম্যর মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে অজ্ঞাতনামা আসামিরা কিল, ঘুসি ও ইট দিয়ে আঘাত করে সাম্য ও তার বন্ধুদের আহত করে।
পরবর্তীতে, এক আসামি ঢাবি শিক্ষার্থী সাম্যকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ের উরুতে উপর্যুপরি আঘাত করে।
পরবর্তীতে সাম্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।