বাসস
  ১৩ মে ২০২৫, ২১:৪১

পুলিশের কাছে মারণাস্ত্র থাকবে না, তাদের কাছে শর্টগান থাকতে পারে : আইজিপি  

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ খুনি বাহিনী হতে পারে না, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের কাছে মারণাস্ত্র থাকবে না, শর্টগান থাকতে পারে।

তিনি বলেন,“পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারে না। অ-প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা সবার প্রত্যাশা,”। 

আজ রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) চত্বরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে টি-টুয়েন্টি ফরম্যাটে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সিআইডির অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মো. ছিবগাত উল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আইজিপি চ্যাম্পিয়ন ও রানারআপ দল এবং সেরা খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

পুলিশ প্রধান বলেন, পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা উচিত নয়, কারণ রাইফেলের বুলেট নিশ্চিতভাবে মানুষকে হত্যা করতে পারে। 

তিনি আরও বলেন, সকল স্টেকহোল্ডারদের সাথে বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দলকে দুই উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল ১৯.৫ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান করে বিজয়ী হয়েছে। টসে জিতে এপিবিএন দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। 

এপিবিএন দলের রাফি আহমেদ ভূঁইয়া প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। প্লেয়ার অব দ্যা ফাইনাল হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জান্নাতুল নাঈম। চট্টগ্রাম রেঞ্জের মাসুদ সেরা ব্যাটসম্যান এবং ডিএমপির কাজল সেরা বোলার নির্বাচিত হয়েছেন। 

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিমসহ বিপুলসংখ্যক দর্শক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর পর্দা উঠে ১৭ এপ্রিল। ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ চার গ্রুপে এ প্রতিযোগিতা দুইটি ভ্যেনু  মিরপুর পুলিশ লাইনস মাঠ ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ১৯টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।