শিরোনাম
ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা সংগ্রাম এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে হেয় করার প্রচেষ্টা বাংলাদেশে কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগে সাম্প্রতিক আন্দোলনে দেওয়া কিছু স্লোগান এবং জাতীয় সংগীত থামিয়ে দেওয়ার চেষ্টার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তারা।
গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম স্বাক্ষরিত বিবৃতিতে আজ এই প্রতিবাদ জানানো হয়। গণতন্ত্র মঞ্চের পক্ষে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।
বিবৃতিতে তারা বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলাকালে একটি পক্ষ বাংলাদেশের গৌরবময় ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামবিরোধী স্লোগান দিয়েছে। এমনকি প্রকাশ্যে জাতীয় সংগীতের অবমাননা করার ধৃষ্টতা দেখিয়েছে।’
নেতৃবৃন্দ বলেন, যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে এবং তাদের অনুসারী ও পৃষ্ঠপোষকদের বাংলাদেশের জনগণ কখনই মেনে নেবে না। মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতাকারী এবং তাদের অনুসারীদের আস্ফালন গণতন্ত্র মঞ্চ সর্বাত্মকভাবে প্রতিহত করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।