বাসস
  ১৩ মে ২০২৫, ২০:৩৫

এলজিইডি’র অধীন ক্রিলিক’র সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির পঞ্চম সভা

ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) আজ দিনব্যাপী সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি (সিসিসি)-এর পঞ্চম সভা অনুষ্ঠিত হয়। 

আগারগাঁওয়ে এলজিইডি’র প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। 

গ্রিন ক্লাইমেট ফান্ড, জার্মান উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তাপুষ্ট ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্পের আওতায় ক্রিলিক প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, যা স্থানীয় অবকাঠামো উন্নয়নে প্রকল্প প্রণয়ন, ডিজাইন, বাস্তবায়ন ও মূল্যায়ণে জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতাকে মূলধারায় সম্পৃক্ত করতে সহায়তা করবে। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রিলিক নিয়ে আমাদের সবার একটি বড় স্বপ্ন রয়েছে। ক্রিলিক এলজিইডির একটি পরিপূর্ণ জ্ঞান ভান্ডারে পরিণত হবে। এটিকে একটি সেন্টার অব এক্সিলেন্স হিসেবে জনপ্রিয় করার জন্য যা যা প্রয়োজন তা এলজিইডি করবে। 

সভায় ক্রিলিকের ওভারভিউ আপডেট ও ক্লাইমেট রেজিলিয়েন্ট টুলসের (সিআরটি) প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং অ্যানুয়াল এডাপটেশন এওয়ার্ড প্রদানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। সভায় যোগদানকারীগণ তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করে ক্রিলিককে আরও প্রতিষ্ঠিত করতে সহযোগিতা অব্যহত রাখতে প্রত্যয় ব্যক্ত করেন।  

সভায় উপস্থিত ছিলেন মনিটরিং, অডিট, প্রকিউরমেন্ট ও আইসিটি ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী, মো. আখতার হোসেন, মো. বেলাল হুসাইন, সৈয়দ শফিকুল ইসলাম, সৈয়দা আসমা খাতুন, আবু সালেহ মো. হানিফ। ক্রিম প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিউল্লাহ, সিনিয়র সহকারী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সাদিয়া শারমীন, মো. সাদ্দাম হোসেন, সহকারী প্রকৌশলী আফিফা সুলতানা প্রীতুল ও অর্পণ পাল, আইডিসি-ক্রিলিকের টিম লিডার ডান বুম এবং পরামর্শকবৃন্দ।