বাসস
  ১৩ মে ২০২৫, ১৮:২৭

বিএনএনআরসি মিডিয়া ফেলোশিপ পেলেন ২৫ সাংবাদিক

বিএনএনআরসি আজ ঢাকার ওয়াইডব্লিউসিএ-তে মিডিয়া ফেলোশিপের জন্য নির্বাচিত সাংবাদিকদের জন্য একটি ওরিয়েন্টেশন সেশনের আয়োজন করে। ছবি: বাসস

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) সাংবাদিকদের জন্য ‘কম্প্রিহেনসিভ রোড সেফটি মিডিয়া ফেলোশিপ’ শীর্ষক সড়ক নিরাপত্তার ওপর একটি মিডিয়া ফেলোশিপ চালু করেছে। 

বিএনএনআরসি’র ‘বাংলাদেশে মূল আচরণগত ঝুঁকির কারণগুলোতে সড়ক নিরাপত্তা আইনকে শক্তিশালী করার জন্য মিডিয়া উন্নয়ন প্রকল্প’ এর অধীনে বাসস এর সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ আলতেফাত হোসেনসহ বিভিন্ন দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার ২৫ জন সাংবাদিক ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।

মিডিয়া ডেভেলপমেন্ট এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন প্রতিষ্ঠান বিএনএনআরসি আজ সকালে রাজধানীর মোহাম্মদপুরে ইয়াং উইমেন খ্রিস্টিয়ান এসোসিয়েশন (ওয়াইডব্লিউসিএ)-এ নির্বাচিত সাংবাদিকদের জন্য একটি অরিয়েন্টেশন সেশন আয়োজন করে।

সংগঠনের মতে, এই ফেলোশিপটি মিডিয়া পেশাদারদের যেমন- সাংবাদিক, কন্টেন্ট নির্মাতাদের এবং ডিজিটাল মিডিয়া কর্মীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সংক্ষিপ্ত ও হৃদয়বিদারক সংবাদ ও প্রামাণ্য চিত্র তৈরি করতে পারবে যার মধ্যদিয়ে সড়ক দুর্ঘটনার মানবিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিণতি উঠে আসবে।

ফেলোশিপ চলাকালীন, ছয়জন সিনিয়র সাংবাদিক ফেলোদের দেশে সড়ক নিরাপত্তা প্রচারের জন্য কার্যকর প্রতিবেদন তৈরি করতে নির্দেশনা দেবেন। এই বছরের জুন থেকে আগস্টের মধ্যে ফেলোশিপ চলাকালীন ফেলোদের তৈরি মোট ৭৫টি প্রতিবেদন প্রকাশ করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে, বিএনএনআরসি নিরাপদ চলাচলকে উৎসাহিত করতে, নীতিগত কথোপকথনকে উৎসাহিত করতে এবং আকর্ষণীয় ঘটনা তুলে ধরার মাধ্যমে আচরণ পরিবর্তনকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করছে।