বাসস
  ১৩ মে ২০২৫, ১২:০৪

জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সভা

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর ধানমন্ডিতে গতকাল সভাটি অনুষ্ঠিত হয়। এতে ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা, পাট উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি সাঈদ আল নোমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা।

সভায় বন্ধ পাটকলগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করাসহ ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা, পাট উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।