বাসস
  ১২ মে ২০২৫, ২৩:৫৪

রাজুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন ছাত্রদল, বাগছাস ও ছাত্র ইউনিয়ন

সোমবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ায় অংশ নেন ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। ছবি: বাসস

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত কণ্ঠে জাতীয় সসংগীত গাইলেন ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

আজ সোমবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করেন বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাকিব বিশ্বাস।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্রদল, বাগছাস ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যে জড়ো হন। এসময় নেতাকর্মীরা বাংলাদেশপন্থী রাজনীতির অঙ্গীকার ব্যক্ত করেন।

রাজু ভাস্কর্যে উপস্থিত নেতাকর্মীরা পাকিস্তানের প্রেতাত্মা, হুঁশিয়ার সাবধান; তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি; ৭১ এর দালালেরা, হুঁশিয়ার সাবধান; ৭১ এর শহীদেরা, লও লও লও সালাম; ৭১ এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা ইত্যাদি স্লোগান দেন।

পরে সকলেই সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গান। এসময় আশেপাশের উপস্থিত জনতাও তাদের সাথে জাতীয় সংগীতে সুর মেলান।

সাকিব বিশ্বাস বলেন,  এদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ। দিল্লী বা পিন্ডির দালালি যারা করবে তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। পাকিস্তানপন্থা যারা এ দেশে কায়েম করতে চাইবে বাংলাদেশের মানুষই তাদের ছুড়ে ফেলবে। শাহবাগে জাতীয় সংগীত গাওয়ার সময়ে জামাত-শিবিরের নেতাকর্মীরা বাঁধা প্রদান করেছেন। তারই প্রতিবাদস্বরূপ আমরা আজকের এই প্রোগ্রামটি আয়োজন করি।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, যারা এ দেশে পিন্ডির রাজনীতি করতে চাইবে তাদেরকে বাংলাদেশের মানুষই ছুড়ে ফেলে দিবে। ৭১ ও ২৪ কে নিয়েই আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই। বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করতে চাই। পিন্ডি বা দিল্লির দালালদের এ দেশে কোন ঠাঁই হবেনা।

এসময় উপস্থিত ছিলেন- ঢাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভুঁইয়া ইমন, ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু, ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি আরমানুল হক, বাগছাসের ঢাবি শাখা সভাপতি আব্দুল কাদের ও ও মুখপাত্র আশরেফা খাতুন।