বাসস
  ১২ মে ২০২৫, ২০:২৩
আপডেট : ১৩ মে ২০২৫, ০৯:৩৮

রাশিয়ান ফেডারেশনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ

ছবি: সংগৃহীত

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : রাশিয়ান ফেডারেশনের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। 

শনিবার সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় রাশিয়ার এ্যাম্বাসডর আলেকজান্ডার জি. খোজিনের আমন্ত্রণে তারা অংশ নেন।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।

এ সময় ডা. তাহের রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে একটি শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন।