শিরোনাম
ঢাকা, ১১ মে, ২০২৫ (বাসস) : সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুসহ (৪৪) তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন সরকার (৫৫) ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার আহম্মেদকে (৩৩) কারাগারে পাঠানো হয়।
আজ রোববার তাদের ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদেরকে কারাগারে রাখার আবেদন করেন । আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ।
গতকাল শনিবার বিকালে রাজধানীর জিগাতলা এলাকা থেকে বিটুকে গ্রেফতার করে পুলিশ।
কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, আসামিরা রাষ্ট্রের সার্বভৌমত্ব বিপন্ন করে জনসাধারনের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধাদানের উদ্দেশ্যে গত ৯ ফেব্রুয়ারি রমনা মডেল থানাধীন হোটেল ইন্টার কন্টিনেন্টাল সংলগ্ন পার্কের ভিতরের অংশে ষড়যন্ত্রমূলক মিটিং করছিল। এসময় অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিরা পালিয়ে যায়। পরে পলাতক এই তিন আসামিকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলার ঘটনার দিন হোটেল ইন্টার কন্টিনেন্টাল সংলগ্ন রমনা পার্কের ভেতরে উপস্থিত হয়ে রাষ্ট্রের অখন্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলক মিটিং করার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে।
ষড়যন্ত্রমূলক বৈঠক করার এ ঘটনায় এ বছরের ১০ ফেব্রুয়ারি রাজধানীর রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।