বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৫
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০০

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য অটুট রাখা দরকার: আমিনুল হক

মঙ্গলবার রাজধানীর মিরপুরে বক্তব্য দেন বিএনপি নেতা আমিনুল হক। ছবি : বাসস

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর (উত্তর) শাখার আহ্বায়ক আমিনুল হক বলেছেন, দেশে  স্থিতিশীল পরিবেশ বজায় রাখার স্বার্থে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থা ও বিশ্বাস অটুট রাখা  দরকার ।

তিনি বলেন, ‘আমরা যদি আমাদের ঐক্য ধরে রাখতে না পারি তাহলে স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে পারে । কারণ, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা এবং দোসরদের মাধ্যমে যারা নানা সুবিধা নিয়েছেন তাদের সকলেই দেশে ঘাপটি মেরে বসে আছে। তারা থেমে নেই। এরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার’কে বেকায়দায় ফেলতে বিভিন্ন কায়দায় অপতৎপরতা চালাচ্ছে।’

আজ মঙ্গলবার রাজধানীর মিরপুর ১২ নম্বরে ঢাকা সাংবাদিক সমবায় সমিতি’র বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আমিনুল হক।

ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে এবারই প্রথম নিজেদের আবাসন প্রকল্প'র জমিতে বার্ষিক সাধারণ সভার আয়োজন করে ।

সমিতির সভাপতি সদরুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর (উত্তর) জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

অন্যান্যের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম দোলন অনুষ্ঠানে বক্তৃতা করেন ।

সমিতির পরিচালনা কমিটির পরিচালক শহীদুল ইসলাম এ অনুষ্ঠান সঞ্চালনা করেন।