বাসস
  ০৪ মে ২০২৫, ১৯:০৬

ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ

ছবি: সংগৃহীত

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস): রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- মিঠুন কুমার (৪৭), জলিল রতন (৩৮), সাব্বির (২৩), লিটন (৩২), সোহেল মিঠু (৪২), ইমন (২১), এ্যালেক্স তুহিন (২১), ফয়সাল (২৫), সালাম (৩২), সোহান  (৩৮), এনায়েত (৪৫), সাত্তার (৪৫), সোহেল রানা (২৫), নিলয় (১৭), মেহেদী (১৬), নুর ইসলাম (১৬), সুমিদ (২০), রাব্বি (২৩), জাহিদ (২১), কাওসার (১৯), ইসমাইল (২৩), সামির(১৯), সিজান(১৮), রাব্বি (২০), রেজাউল (৪২), নুর আলম (৪৫), আজগর আলী (৩৮), তোফায়েল (৫০), হাসিম (৪০) ও আশরাফুল (৩০)।

আজ রোববার তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম উল্লিখিত সংখ্যক আসামি গ্রেফতার করে।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।